ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে কঠিন চীবর দান উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কাপ্তাইয়ে কঠিন চীবর দান উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: ভগবান গৌতম বুদ্ধের অহিংসার বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুঃখ, দুর্দশা, হানাহানি দূর হয়ে যাবে। কঠিন চীবর দান হলো একটি সর্বোচ্চ দান উৎসব, এ দানেতে দুর্গতি খণ্ডে নির্বাণ লাভ করা যায়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম চাকুয়াপাড়ায় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে পূজনীয় ভিক্ষু সংঘরা দেশনাকালে এ কথা বলেন।

মহাসংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের  সভাপতিত্বে চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়িপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্চপাদী পা মহাথের।

উৎসবে ধর্মদেশক হিসেবে দেশনা দেন ডলুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসসা মহাথের।

এছাড়া কঠিন চীবর দান উৎসবে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষরা এবং দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।