বুধবার (২৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের আয়োজনে ওসাপ বাংলাদেশের সহযোগিতায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে নগরীতে একটি বণার্ঢ্য র্যালি বের করা হয়।
বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
পরে বিকেলে রংপুর বিভাগীয় প্রশাসনের সভা কক্ষে “পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবনা-পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষৎ”এই প্রতিপ্রাদ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক আনওয়ার হোসেনের সভাপিতত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মজিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালক বাহার উদ্দিন মৃধা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবীর, ওসাপ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার নবীনুর রহমান, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন ও আইডিই'র প্রতিনিধি হাসেম আলী আকাশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএটি