ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সাড়ে ৪ মণ অবৈধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বরিশালে সাড়ে ৪ মণ অবৈধ পলিথিন জব্দ

বরিশাল: বরিশাল নগরের বাজাররোড এলাকা থেকে ১৮০ কেজি (সাড়ে ৪ মণ) নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। পাশাপাশি পলিথিন রাখার দায়ে দু’টি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আহসান মাহমুদ রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জব্দ ও জরিমানা করেন।

পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বেচা, বেচার জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার অপরাধে বাজার রোডের মেসার্স আয়শা স্টোরকে ৫০ হাজার টাকা ও মেসার্স বরিশাল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উভয় প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১৮০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।