কর্মবিরতি চলাকালে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপনন বন্ধ রয়েছে।
দাবি আদায়ে মহানগরীর খালিশপুর খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন মালিক-শ্রমিকরা।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বাংলানিউজকে বলেন, রাস্তাঘাট সংস্কার করে চলাচল উপযোগী করা, ট্যাংকলরির সামনে থাকা বাম্পার অপসরণ না করা ও হাইওয়ে পুলিশের হয়রানী বন্ধ করা এই তিন দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে এর সমাধান চাই বলেই দীর্ঘদিন কোনো কর্মসূচি দেইনি। বিভাগের বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টরা উদাসীন। বিশেষ করে নওয়াপাড়া থেকে যশোর, যশোর থেকে নড়াইল, মাগুরা, বেনাপোল এসব রাস্তার বেহাল দশা। এসব রাস্তায় ঝুঁকি নিয়ে শ্রমিকরা (চালক) ট্যাংকলরি চালাচ্ছে। রাস্তার এমন করুন অবস্থায় আমাদের পক্ষে জ্বালানি তেলের গাড়ি চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমআরএম/বিএস