ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান চলছে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান চলছে- ছবি: শোয়েব মিথুন

ঢাকা: রাজধানীর শেরে-ই-বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতাল গেট সংলগ্ন এলাকার ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত।  

ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বাংলানিউজকে বলেন, ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

হাসপাতাল সংলগ্ন ফুটপাতের ওপর অবৈধভাবে কংক্রিটের দু’টি দোকান ছিলো। সেগুলো তারা নিজেরাই ভাঙার কাজ করছে। তবে সিটি করপোরেশনের শ্রমিকরাও সহযোগিতা করছে।

সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযানের খবর শুনে সকাল সাড়ে ১০টা থেকেই হাসপাতাল সংলগ্ন পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসজেএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।