ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন, ছবি: বাংলানিউজ

বরিশাল: পারিবারিক কলহের জেরে বরিশাল শহরতলীর চরবাড়ীয়ায় স্ত্রীর হাতে স্বামী মোক্তার বেপারী (৪৫) খুন হয়েছেন।

নিহত মোক্তার বেপারী পেশায় একজন রাজমিস্ত্রি ও কাউনিয়া থানাধীন বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের বোর্ডস্কুল এলাকার অফেজ উদ্দিন বেপারীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে ওই বিভাগের রেজিস্ট্রার ডা. ইকতিয়ার আহসান তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি বাংলানিউজকে জানান, অতিরিক্ত রক্তক্ষণ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোক্তারের মৃত্যু হয়েছে।

নিহতের মামী কমলা বেগম বাংলানিউজকে জানান, দীর্ঘ চার বছর ধরে মোক্তারের পারিবারিক কলহে লেগে থাকতে তার স্ত্রী মুনিরা খাতুনের সঙ্গে। সম্প্রতি মোক্তার প্রায় তিন লাখ টাকার জমি বিক্রি করেন। সে টাকা তার স্ত্রী জোর করে নিলে তা নিয়ে বিরোধ হয়। সকালে বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুনে তিনি সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় মোক্তারকে দেখতে পান।

স্থানীয় চরবাড়ীয়ার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন জানান, সকালে মোক্তারের স্ত্রী মনিরা তাকে ফোন দিয়ে বলেন তিনি তার স্বামীকে কুপিয়েছেন একটু বাড়িতে যেতে। তিনি বাড়িতে গিয়ে আহত অবস্থায় মোক্তারকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও জানান, মোক্তার ও তার স্ত্রী সঙ্গে পারিবারিক কলহ দীর্ঘ দিনের। এনিয়ে চার বার সালিশ করেছেন তিনি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে মোক্তারের স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তিনজনকে আটক করা হয়েছে। তবে ছেলে মেয়েদের বাঁচানোর জন্য মা মনিরা একাই হত্যা করেছে বলে দাবি করছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ও মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।