বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শহরের সাতমাথায় বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মির্জা আহসানুল হক দুলালের সভাপতিত্বে ও আহমেদুর রহমান ডালিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মাহফুজুল হক দুলু, জে এম রউফ, আমিনুল ফরিদ, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, আবু সাঈদ সিদ্দিকী, এবিএম জিয়াউল হক বাবলা, গোলাম মোস্তফা ঠাণ্ডু, আজিজার রহমান তাজ, সিকতা কাজল, মাহফুজার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য ভাঙার এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ প্রশাসন দুস্কৃতকারীদের শনাক্ত করতে পারেনি। এজন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
অবিলম্বে দুস্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিও জানান বক্তারা।
এর আগে গত ২১ অক্টোবর রাতে বৃষ্টির সময় দুর্বৃত্তরা ভাস্কর্যটি ভেঙে ফেলে। সেখানে লাগানো সিসি টিভি ক্যামেরায় এ চিত্র ধারণ হয়। ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যায়, ছাতা নিয়ে তিন যুবক কামারগাড়ি মোড়ে পৌঁছে। তারা ওই এলাকা রেকি করার পর দ্রুত ভাস্কর্যের কাছে যায়। সেটিতে দড়ি পেঁচিয়ে টেনে ভাঙার পর তারা পাশের গলিতে ঢোকে যায়। সেখানে একজন সিজদা করে বেরিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমবিএইচ/জিপি