বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার অদুরে সাবেক সংসদ সদস্য নিজানের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
কমলনগর থানার উপ-পরির্দশক (এসআই) মো. সিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী বাস চাঁদনী সুপার রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলো। পথে উপজেলা পরিষদের অদুরে পৌঁছলে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি