ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হত্যা মামলার আসামি ভাড়াটিয়া বাবু গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
খুলনায় হত্যা মামলার আসামি ভাড়াটিয়া বাবু গ্রেফতার গ্রেফতার বাবু বিশ্বাস

খুলনা: খুলনায় বকেয়া বাসাভাড়া চাওয়ায় বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলারকে (৪৮) হত্যা মামলার আসামি ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বাবুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর ৯ নম্বর মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে বকেয়া বাসাভাড়া চাওয়ায় ডলারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বাবু।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।