বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে সরকারের প্রণোদনা কর্মসূচি ২০১৭-১৮ এর আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়। এসময় ১১০০ কৃষককে এক কেজি করে বীজ ও ৩০ কেজি করে এমওপি এবং ডিএপি সার দেয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফখরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান ও কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগের আহ্বায়ক মো. তারেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই