বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজপাড়া থানার লিলি সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দীপক বিশ্বাস মহানগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই মোড়ে দীপক নামে ওই ইলেকট্রিশিয়ান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসএস/এসআরএস