ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী জসিম উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে বুধবার (২৫ অক্টোবর) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর সুধারাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পলাতক আসামি জসিম চন্দ্রগঞ্জ থানার পূর্ব জামিরতলী গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, ২০০১ সালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হত্যা মামলায় জসিম উদ্দিন আদালতে দোষী প্রমাণিত হয়। এতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের সময় জসিম পলাতক ছিলেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।