বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার বিয়ানীবাজার এলাকায় কুশিয়ারা নদী থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আব্দুল গফুর শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দেন। বৃহস্পতিবার নদীর তীরে পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে ময়না তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনইউ/এএটি