বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ টেকনিক্যাল কলেজ এলাকায় অভিযান তাদের আটক করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলানিউজকে বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও অটোরিকশাসহ ওই দুইব্যক্তিকে অাটক করে।
তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৬। দুপুরে তাদের অাদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তাপস চন্দ্র পন্ডিত।
বাংলাদেশ সময়: ১৬২৫ অক্টোবর ২৬, ২০১৭
এফইএস/ওএইচ/