বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব রায় চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।
তারা হলেন- চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মো. আবু বক্কর গাইন, মো আব্দুস সাত্তার খান, মো. আবু বক্কর, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রাণী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রাণী সরকার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু বাংলানিউজকে জানান, খাদ্যশস্য নীতিমালা অনুসরণ না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হতদরিদ্র জনগণকে বাদ দিয়ে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে গত ১৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী হয়ে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও নয় সদস্যের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের জামিনে ছিলেন। সম্প্রতি তাদের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার দুপুরে তারা সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রাজীব রায় চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ