বুধবার (২৪ অক্টোবর) নাশকতার দুটি মামলায় পৃথকভাবে তাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলানিউজকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সরকার আমাদের সাময়িক বরখাস্ত করেছে।
ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল বাশার আকন্দ বলেন, আমরা ইতোমধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি। ইতোপূর্বেও ধোবাউড়া, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে উচ্চ আদালতে রিট করে তারাও স্বপদে বহাল হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএএএম/এমজেএফ