ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিপিএ সম্মেলনের এজেন্ডায় নেই রোহিঙ্গা ইস্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সিপিএ সম্মেলনের এজেন্ডায় নেই রোহিঙ্গা ইস্যু পার্লামেন্ট মেম্বারস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ঢাকা: সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলনের এজেন্ডায় স্থান পায়নি রোহিঙ্গা ইস্যু। তবে বিভিন্ন ফোরামে উঠতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে পার্লামেন্ট মেম্বারস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আশাবাদ ব্যক্ত করেন। নাবিল আহমেদ ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) মিডিয়া কমিটির অন্যতম সদস্য।


 
তিনি বলেন, ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিসি। এর এজেন্ডা চূড়ান্ত করা হয়েছে প্রায় ৫ মাস আগে। আর রোহিঙ্গা ইস্যু সামনে এসেছে গত আগস্টে। সে কারণে রোহিঙ্গা ইস্যু মূল এজেন্ডার মধ্যে নেই।
 
নাবিল আহমেদ বলেন, তবে বিভিন্ন ফোরামে আলোচনা করার সুযোগ রয়েছে। আশা করি নিশ্চয় আলোচনায় উঠবে।
 
মিডিয়া কমিটির কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যখন ফাঁসির রায় দেওয়া হয়, ঠিক তখন পাকিস্তান পার্লামেন্ট ন্যাক্কারজনকভাবে নিন্দা প্রস্তাব গ্রহণ করে। এ বিষয়ে সিপিএ সম্মেলনে আলোচনা করার কোনো ইচ্ছা বাংলাদেশের আছে কিনা।
 
জবাবে মিডিয়া কমিটির প্রধান সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সিপিএ সম্মেলনে বড় বড় ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে আলোচনা হবে। এখানে পাকিস্তানের পার্লামেন্টের বিষয়টি এজেন্ডায় নেই।
 
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির সদস্য তানভীর ইমাম এমপি ও ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি। সম্মেলন সফলভাবে আয়োজন ও দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করেন।
 
৬৩তম সিপিএ সম্মেলনে ৪৪টি দেশসহ ১৪৪টি সিপিএ ব্র্যাঞ্চ অংশ  নেবে। এতে জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার, ২৩ জন ডেপুটি স্পিকারসহ ৫৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। মূল সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে অন্য সভা হোটেল রেডিসনে আয়োজন করা হবে।
 
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সিপিএ ভাইস প্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্যে থাকছে নির্বাহী কমিটির সভা, কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারি স্টিয়ারিং কমিটির সভা, স্মল ব্র্যাঞ্চেস কনফারেন্স, রিজিওনাল গ্রুপ মিটিং, জেনারেল অ্যাসেম্বলি, ৮টি কর্মশালা ও বিভিন্ন সাব কমিটির সভা।
 
১৯১১ সালে এম্পায়ার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন নামে যাত্রা করে। এরপর ১৯৪৮ সালে কমনওয়েলথের সব সদস্যদের নিয়ে সিপিএ গঠন করা হয়। সিপিএ’র প্রধান লক্ষ্য গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের ক্ষমতায়ন ও কল্যাণ নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।