বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-চৌধুরী বাজার এলাকার হাসন আলীর স্ত্রী শাহারবান বিবি (৫৫) ও তার ছেলে সিদ্দিক মিয়া (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বাংলানিউজকে বলেন, দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমকে নিয়ে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। পরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিদ্দিককে ছয় মাসের কারাদণ্ড ও শাহারবানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/