ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জে ট্রাক চালক ও হেলপারদের সচেতনতার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে কুটুম বাড়ি কমিউনিটি সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালায় প্রশিক্ষণ দেন।

এসময় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ট্রাফিক পরিদর্শক আমিরুল ইসলাম, জিয়া উদ্দিন হায়দার, মোখলেসছুর রহমান ও ট্রাফিক সার্জেন্ট মো. মকুল হোসেন ও মো. কামরুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম শেখ, সাধারণ সম্পাদক মো. ওমর  আলী মোল্লা, কার্যকরী সভাপতি মো. আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে শতাধিক ট্রাক চালক ও হেলপার অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।