বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এনি খাতুন ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
নিহতের বাবা আইয়ুব আলী বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বাংলানিউজকে বলেন, নিহত এনি খাতুন উপজেলার ফুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা এনির শয়নক্ষের গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে তার মরদেহ ফাঁস দেওয়া অবস্থায় ছিলো।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এনি আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি। এছাড়া ময়নাতদন্ত ছাড়া এখনই বিষয়টি নিশ্চিত করে বলাও যাচ্ছে না। সে কারণে সন্ধ্যার মধ্যেই মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে। ময়নাতদন্তে কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসএস/জিপি