ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ১৭৫৪ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জয়পুরহাটে ১৭৫৪ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে ১ হাজার ৭৫৪ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি প্রণোদনা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্র নাথ রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।  
       
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।