ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
নওগাঁয় গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

নওগাঁ: জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সঙ্গে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সরকারি জেলা স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি।

নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার, নওগাঁ-২ নম্বর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিমউদ্দিন তরফদার, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো. আবুল খায়ের, পুলিশ সুপার মো: ইকবাল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।