ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজ না থাকায় হাজারো মানুষের ভোগান্তি

মাহিদুল ইসলাম রিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ব্রিজ না থাকায় হাজারো মানুষের ভোগান্তি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ

দিনাজপুর: আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় প্রবল স্রোতে ভেসে যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁ এলাকার তুলাই নদীর ব্রিজ। এরপর থেকে তুলাই পাড়ের ৪টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিনকার চলাচলে পড়ছেন ভোগান্তিতে।

বন্যার পানি নেমে যাওয়ার আড়াই মাস পেরোলেও নতুন করে নির্মিত হয়নি ব্রিজটি। বন্যাকবলিত ওই এলাকার হাজারো মানুষ যাতায়াত করছেন বিকল্প পথে।

এতে করে তাদের পারি দিতে হচ্ছে ১০/১২ কিলোমিটার অতিরিক্ত পথ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসব গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বন্যার পর থেকেই বড়গাঁও, বন্ধুগাঁও, মালগাঁও সহ আশপাশের হাজার হাজার মানুষকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহর বা অন্য কোথাও যেতে অতিরিক্ত রাস্তা পারি দিতে হচ্ছে। অতিরিক্ত পথ পারি দেওয়ায় স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সময়মতো তাদের গন্তব্যে উপস্থিত হতে পারছে না।

স্থানীয় মালগাঁও এলাকার বাসিন্দা মো. হযরত আলী বলেন, বন্যার পর থেকে চলাচলে চরম ভোগান্তির মধ্যে আছি আমরা। আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজ যেতে অতিরিক্ত রাস্তা পারি দেওয়ায় সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারছে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই। আমাদের একটাই দাবি ব্রিজটি দ্রুত নির্মাণ করা হোক।

উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিলউদ্দীন জানান, বিজ্রটি দ্রুত নির্মাণ করতে স্থানীয় সংসদ সদস্য, এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে জানানো হয়েছে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে খুব দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন এই জনপ্রতিনিধি।

বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘন্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।