ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইউএস বাংলা’র প্লট বুকিং দিলেই বিদেশ সফর

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ইউএস বাংলা’র প্লট বুকিং দিলেই বিদেশ সফর ইউএস-বাংলা অ্যাসেটস এর স্টলে দর্শনার্থীরা

ঢাকা: ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস এর প্লট বুকিং দিলেই রয়েছে নিশ্চিত সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংকক সফরের সুযোগ। সেই সঙ্গে রিটার্ন টিকিটসহ ৩দিন ২ রাত থাকার সুবর্ণ সুযোগ। রেডি প্লট ক্রয়ে এককালীন মূল্য পরিশোধেও রয়েছে ২৫ শতাংশ ছাড়।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর)  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসি’বি) সেমস গ্লোবাল আয়োজিত ১৮তম রিয়েল অ্যাস্টেট এক্সপোতে ইউএস-বাংলা অ্যাসেটস এর স্টলে ক্রেতাদের বিভিন্ন অফার সম্পর্কে বলছিলেন  ইউএস-বাংলা অ্যাসেটস এর সহকারী ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন।  

মেলাটি চলবে ২৬ থেকে ২৮ অক্টোবর।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।  

মেলা উপলক্ষে কি কি অফার রয়েছে জানতে চাইলে মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন- মেলায় প্লট বুকিং দিলেই নিশ্চিত বিদেশ সফর। আবার এককালীন মূল্য পরিশোধেও ছাড় রয়েছে। আর কেউ প্লট বুকিং দিলেই তাৎক্ষণিক হস্তান্তরও করতে পারবেন। প্রথম দিনেই আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা সবসময় গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত। ইউএস-বাংলা অ্যাসেটসের প্রধান আকর্ষণ পূর্বাচল আমেরিকান সিটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিট পাড়ি দিলেই পৌঁছানো যাবে প্রকল্পে।  

তিনি আরো বলেন, কাঠা প্রতি প্লটের মাসিক কিস্তি সর্বনিম্ন ৭ হাজার ৪১৬ টাকা।  মনে হয় না এর চেয়ে বেশি সুযোগ অন্যকোনো কোম্পানি দিতে পারছে। মেলা উপলক্ষে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন  ০১৭০৮ ৮১৩২৪০-৫০ হটলাইনে।  

ইউএস-বাংলা অ্যাসেটস এর প্লট সম্পর্কে কথা হয় গ্রাহক রাসেল সরকারের সঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, মেলায় প্লটে কি ছাড় আছে সেটাই দেখতে এসেছি। এছাড়া প্লট বুকিং দিলেই বিদেশ সফরও রয়েছে। দেখি প্লট নেওয়া যায় কিনা। প্লটের মূল্য সাধ্যের মধ্যে আছে কিনা জানতে চাইলে, মুচকি হাঁসি দিয়ে বলেন সেটা তো আছেই।

আরও জানা যায়, এদিকে পূর্বাচল আমেরিকান সিটিতে রয়েছে নানাবিধ নাগরিক সুবিধা। যেমন- প্রকল্পে একাধিক মসজিদ, মাদ্রাসা,মন্দির, গির্জা,বাংলা-ইংলিশ মিডিয়াম স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়। পাশাপাশি হাসপাতাল,শপিংমল,ব্যাংক-বিমা ও কমিউনিটি সেন্টার আছে। খেলাধুলার জন্য খেলার মাঠ, লেক, পার্ক ও জিমনেসিয়াম আছে।  

অপরদিকে ফিলিং স্টেশন, ঈদগাহ ও কবরস্থান আছে।  আর প্রকল্পে রয়েছে, ২. ৫, ২.৮, ৩, ৩.৫, ৪, ৫ ও ৬ কাঠার প্লট। এছাড়া প্রকল্পের নিকটে শীতলক্ষ্যা নদী ও লেক থাকায় সার্বক্ষণিক পাওয়া যাবে স্বাস্থ্যকর আবহাওয়া। সরকারি নীতিমালা অনুযায়ী আবাসিক প্রকল্পের ডিজাইন করেছেন দেশি-বিদেশি দক্ষ ও অনুমোদিত স্থপতি,পরিবেশবিদ ও শহর পরিকল্পনাবিদরা। এছাড়া পূর্বাচল আমেরিকান সিটি একটি নাম, একটি বিশ্বাস ও আস্থার প্রতীক। আর এই বিশ্বাস,আন্তরিকতা ও প্রতিশ্রুতিকে পুঁজি করেই ইউএস বাংলা অ্যাসেটস এর যাত্রা শুরু।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসজে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।