ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
পাকুন্দিয়ায় বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও বিডি বেগুন বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।  

বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাশ।

 

প্রণোদনা কর্মসূচির আওতায় রবি-২০১৭-২০১৮ মৌসুমে উপজেলার পৌরসদরসহ নয়টি ইউনিয়নের এক হাজার ৫০ জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ ও ৩৪৫ জন দরিদ্র ও প্রান্তিক চাষীকে এক কেজি করে ভূট্টা বীজ এবং বিডি বেগুনের বীজ ১০ জন কৃষকের মধ্যে ২০ গ্রাম করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাটুয়াভাঙ্গা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনিছুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।