বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌরসভার চণ্ডিবর্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নুর আলম মুকসুদপুর পৌর এলাকার গোলাবাড়িয়া গ্রামের মতিয়ার মোল্যার ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে চণ্ডিবর্দি গ্রামের চাল ব্যবসায়ী রিপনের বাড়িতে নির্মাণাধীণ ভবনে কাজ করছিলেন নুর আলম। ভারামাচার উপর দাঁড়িয়ে দেয়ালের পলেস্তারা করার সময় মাচা ভেঙে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা নুর আলমকে উদ্ধার করে মুকসুদপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/