এরআগে পার্শ্ববর্তী উপজেলাগুলোর কোনো না কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকতেন। এর ফলে স্বাভাবিক কার্যক্রমও ধীরগতিতে পরিচালিত হয়ে আসছিলো।
এদিকে গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহম্মাদ আলিমউল্লাহ যোগদানের পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি উপজেলা পরিষদে মতবিনিময় করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ইউএনও না থাকায় প্রশাসনিকসহ বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যা হতো। কিন্তু এখন সেসব সমস্যা নিরসন হবে।
২০১৫ সালের ১০ আগস্ট রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুব আলম যোগদান করেন। এক মাস পরই তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে কাউকে পূর্ণাঙ্গ দায়িত্ব না দেওয়ায় পার্শ্ববর্তী গলাচিপা ও কলাপাড়া উপজেলার ইউএনও এখানকার অতিরিক্ত দায়িত্ব পালন করতেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/এমজেএফ