সমিতির কার্যকরী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মাহামুদুল হক মমিনকে পাগল আখ্যায়িত করার জেরে সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু লাঞ্ছিত হয়েছেন। এসময় আশপাশে উপস্থিত আইনজীবী ও আইনজীবী সহকারীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী, আইনজীবী সন্তানদের জিপিএ-৫, আইনপেশায় ২৫ বছর পূর্ণ করা আইনজীবী এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার।
বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মেদ প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠানে ৪টি বিষয়ের মধ্যে প্রথমে ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী। কিন্তু সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু প্রথমে আইনজীবীদের সন্তানদের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া শুরু করেন। পরে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা ও আইনপেশায় ২৫ বছর পূরণ করা আইনজীবীদের সম্মাননা পর্ব সঞ্চালনা করেন। এতে দীর্ঘ সময় অতিবাহিত হলে অতিথিরা অনুষ্ঠানস্থান ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন।
এ সময় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন একাধিকবার হাবিব আল মুজাহিদ পলুকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণের অনুরোধ করেন। ওই সময় হাবিব আল মুজাহিদ পলু ক্ষুব্ধ কণ্ঠে মাহমুদুল হক মমিনকে পাগল আখ্যায়িত করে চুপ থাকতে বলেন। এতে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল থেকে সরে যান মমিন।
ওই ঘটনার পর অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের স্থান ত্যাগের পর সোয়া ৩টায় হাবিব আল মুজাহিদ পলুকে মারধর করতে তেড়ে যান মমিন। এতে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত আইনজীবী ও তাদের সহকারীরা মমিনকে সরিয়ে নেন। আইনজীবীদের হাতাহাতির সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জেডএম/