নাদিম শ্রীপুর উপজেলার মাওনা পূর্বপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে এবং স্থানীয় হাজি ছোট কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার এমসি বাজার এলাকায় মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বাংলানিউজকে জানান, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নাদিম তার বাবার দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে রাতে আর বাড়ি ফিরেনি। এক পর্যায়ে আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে এমসি বাজার এলাকায় আমির উদ্দিনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করেন। এসময় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাদিম মৃগিরোগে আক্রান্ত ছিলো। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে এ রোগের কারণেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরএস/ওএইচ/