ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে চোরাই প্রাইভেটকারসহ ৩ চোর আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
রূপগঞ্জে চোরাই প্রাইভেটকারসহ ৩ চোর আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই প্রাইভেটকারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধায় উপজেলার ভূলতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-ঢাকার মিরপুর এলাকার শাহাদাত গাজীর ছেলে আবু সাইদ, একই এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও খোকা মিয়ার ছেলে রানা।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মিরপুর পল্লবী এলাকার জনি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রাইভেটকারটি চুরি করে ভুলতা গাউছিয়া এলাকা দিয়ে চালিয়ে যাচ্ছিল ওই তিন চোর। গাড়িটির মালিকের এক বন্ধু গাড়িটি ভুলতা এলাকায় দেখতে পেয়ে রূপগঞ্জ থানা পুলিশে খবর দেয়। তা‍ৎক্ষণিক পুলিশ প্রাইভেটকারসহ ওই তিন চোরকে আটক করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আটকদের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।