ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রিক্তা মুন্ডা (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ রিক্তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রিক্তা মুন্ডা সুরমা চা বাগান এলাকার চা শ্রমিকের মেয়ের সন্দ্যা মুন্ডার মেয়ে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকার একটি বাসায় গৃহ-পরিচারিকার কাজ করতেন রিক্তা। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ওই বাসার মালিক তাকে অসুস্থ হওয়ার কথা বলে বাড়িতে দিয়ে যান। এ সময় রিক্তার অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছিল। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। এছাড়া কোন বাসায় রিক্তা কাজ করতেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।