ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মাসেতুর প্রাক-সমীক্ষার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মাসেতুর প্রাক-সমীক্ষার প্রস্তাব

ঢাকা: দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট বরাবর দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ কাজের প্রাক-সমীক্ষা যাচাই সরকারি অর্থায়নে সম্পন্ন করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি।  সমীক্ষা শেষে দ্রুত দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে অবহিত করেছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের কমিটি কক্ষে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।
 
কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটি সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ খান বৈঠকে অংশ নেন।

সভাপতির বিশেষ আমন্ত্রণে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিল্লুল হাকিম বৈঠকে অংশ নেন।
 
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগাপ্রকল্প পদ্মাসেতু বাস্তবায়নের কাজ চলমান। ইতোমধ্যে মূল সেতুর ৪৯ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এগুলোর অগ্রগতি ১৯ দশমিক ৭৪ শতাংশ।
 
এছাড়া কমিটি অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের যে ক্ষতি সাধিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করে যান চলাচলের উপযোগী করার সুপারিশ করা হয়। মহাসড়কে ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল করে যাতে রাস্তার ক্ষতি করতে না পারে সেদিকে কঠোর নজরদারির সুপারিশ করা হয়।    
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।