ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে বাল্যবিয়ে পণ্ড, বরসহ ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
লালপুরে বাল্যবিয়ে পণ্ড, বরসহ ২ জনের কারাদণ্ড

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় বাল্যবিয়ে পণ্ড করে বর ও বিয়ের আয়োজককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বর উপজেলার আব্দুলপুর উত্তরপাড়া গ্রামের মিঠুর ছেলে শিমুল হোসেন (২২) ও বিয়ের আয়োজক চকশোভ গ্রামের সাজেদুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৪৫)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে লালপুর উপজেলার আব্দুলপুর উত্তরপাড়া গ্রামের মিঠুর ছেলে শিমুল হোসেনের (২২) বিয়ে ঠিক হয়। কনের বয়স কম হওয়ায় প্রশাসনের ভয়ে কনে-বর পক্ষের সম্মতিক্রমে বৃহস্পতিবার দুপুরে চকশোভ গ্রামের ফরিদুল ইসলামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। পরে বিষয়টি জানতে পেরে চংধুপইল ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বর শিমুল হোসেন ও বাড়ির মালিক এবং বিয়ের আয়োজক ফরিদুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বর ও বাড়ির মালিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।