ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলক মিস্ত্রী (২৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (২৬  অক্টোবর) দুপুরে ইউনিয়নের কীর্ত্তিপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলক মিস্ত্রী ঝালকাঠি পৌর শহরের মৃত নিরঞ্জন মিস্ত্রীর ছেলে।

কীর্ত্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস শুক্কুর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বাজারের একটি ট্রান্সফরমার মেরামতের জন্য বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠে পলক। সেসময় অসতর্কভাবে সে বৈদ্যুতিক লাইন স্পর্শ করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাকা সড়কের ওপরে আছড়ে পড়ে ঘটনাস্থলেই পলকের মৃত্যু হয়।  

পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে তার মরদেহ নিয়ে যায় বলেও জানান চেয়াম্যান আব্দুস শুক্কুর।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।