বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বজলুর রশিদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত মকবুল উপজেলার বোতলাগাড়ি ইউপির খোর্দ বোতলাগাড়ি গ্রামের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, সকালে খোর্দ বোতলাগাড়ি গ্রামে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন মকবুল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/