ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিবাহ প্রতিরোধে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বাল্যবিবাহ প্রতিরোধে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা সদর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কবিতা আবৃত্তি, কুইজ, বেলুন ফুটানো ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলা মিলনায়তনে কোস্ট ট্রাস্ট-এর আয়োজনে ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহেযাগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন।

সমাজসেবক মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, কোস্ট ট্রাস্ট-এর প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, উপজেলা সমবায় পরিদর্শক কোনব চন্দ্র মাঝী, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শেখর কুমার সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আদিল হোসেন তপু।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এ অভিশাপ একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। একটি সুস্থ জাতি পেতে হলে দরকার একজন শিক্ষিত মা। কিন্তু বাল্যবিবাহের কারণে আমাদের এই সমাজের বেশির ভাগ মেয়ে শিক্ষা থেকে
বঞ্চিত। আগামী প্রজন্মকে সুস্থভাবে বেড়ে ওঠা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে বাল্যবিবাহ বড় একটি বাধা। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে আরো সচেতন হবার আহ্বান জানান তারা।

ভোলার বিভিন্ন ইউনিয়নের কিশোরী ক্লাবের অংশগ্রহণে বাল্যবিবাহ
বিরোধী উজ্জীবিত কিশোরী ক্লাব ভিত্তিক কবিতা আবৃতি, কুইজ, বেলনু ফুটানো ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।