ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ চালককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বরিশালে ৬ চালককে জরিমানা

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে ৬ মাহেন্দ্র (থ্রি হুইলার) চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনের সামনে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।  

মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীলরুবা ইসলাম ও মো. মোজাম্মেল হক চৌধুরী।

মোবাইল কোর্টের বেঞ্চ সহকারী এনামুল হক জানান, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী নগরের সিটি করপোরেশন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

এসময় ৬টি মাহেন্দ্র’র প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং চালক লাইসেন্স পরিক্ষণ ও পর্যবেক্ষণ করা হয়।

এর মধ্যে ৬টি মাহেন্দ্র চালককে ৫শ’ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময: ২০৫০ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।