ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লামায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
লামায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বান্দরবান: বান্দরবানের লামায় গৃহবধূ শাহেদা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রইঙ্গাঝিড়ি ও কালাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শফি আলম (৪০) ও মো. এজাহার মিঞা (৩৫)।

তারা একই ইউনিয়নের পার্শ্ববর্তী লায়লার মারপাড়া ও সাপের ঘাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ৫ জুন উপজেলার সাপের ঘাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শাহেদা বেগম নামে এক গৃহবধূর উপর হামলা করে প্রতিপক্ষ। এসময় শাহেদা গুরুতর আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান।

পরে ওই গৃহবধূর স্বামী মনোহর আলম বাদী হয়ে শফি ও এজাহারসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।