ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
শ্রীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মাগুরার শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শ্রীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

পরে উপজেলা প্রকৌশল কর্মকর্তা উমাপদ পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফী।

এসময় বক্তব্য রাখেন- শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগম, শাখা ব্যবস্থাপক ইবাদুল হক, মাঠ সংগঠক নিখিল চক্রবর্তী, এইচআরএল কাজল চন্দ্র প্রমুখ।  

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছাত্রছাত্রী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।