ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ইয়াবাসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
রৌমারীতে ইয়াবাসহ আটক ৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রৌমারী উপজেলার কাশিয়াবাড়ী ও কত্তীমারী বাজার এলাকা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটকেরা হলেন-কাশিয়াবাড়ী গ্রামের আলী অজগরের ছেলে আবিদ হাসান রাজু ও নজরুল ইসলামের ছেলে আরিফুর রহমান আরিফ এবং কত্তীমারী বাজার এলাকার আবদুল হাকীমের ছেলে শাহজামাল মিয়া।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এফইএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।