ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রোটিয়াদের তৃতীয় উইকেটের পতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
প্রোটিয়াদের তৃতীয় উইকেটের পতন সাকিবের কুশলী ডেলিভারিতে ব্যক্তিগত ১৩ রানে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ডুমিনি

ঢাকা: দলীয় ১৮ রানে ও ব্যক্তিগত ৩ রানে হাশিম আমলাকে ফিরিয়ে দিয়ে মেহেদি হাসান বাংলাদেশ শিবিরকে আশা দেখালেও সেই আশায় পানি ঢেলে দেন দুই প্রোটিয়া টপ অর্ডার এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক।

তাদের ব্যাটে ভরে করে আমলাকে হারানোর বিপত্তি কাটিয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। তবে এই দুই টপ অর্ডারি যখন দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই আবার আঘাত হানলেন মিরাজ।

তার হানা দ্বিতীয় আঘাতে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৯ রানে, ক্রিজছাড়া হন বিস্ফোরক ডি ভিলিয়ার্স। এই রান সংগ্রহ করতে তিনি খেলেছেন, ২৭টি বল। যেখানে ৮টিই চারের মার ছিল।
ভিলিয়ার্সকে হারালেও ব্যাটিং আগ্রাসন এতটুকুও কমছিলো না দ. আফ্রিকার। সফরকারী বোলারদের উপর রীতিমত স্টিম রোলার চালিয়ে যাচ্ছিলেন ডুমিনি ও ডি কক। তবে খুব বেশিক্ষণ এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি প্রোটিয়া শিবির। ১৩তম ওভারের শেষ বলে সাকিবের কুশলী ডেলিভারিতে ব্যক্তিগত ১৩ রানে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ডুমিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেটে দ. আফ্রিকার সংগ্রহ ১২৯ রান।  
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এইচএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।