শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে এর উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে একটি র্যালি বের হয়ে জেলা পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
মূখ্য আলোচক ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. এমএ হামিদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ