ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নতুন ফ্লাইওভারে যাতায়াতের আগ্রহ কম পরিবহনগুলোর

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নতুন ফ্লাইওভারে যাতায়াতের আগ্রহ কম পরিবহনগুলোর নিচে জটলা থাকলেও উপরে ফাঁকা ফ্লাইওভার

ঢাকা: দীর্ঘ ভোগান্তি ও দুর্ভোগের পর পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। এর ফলে যানবাহনগুলো ফ্লাইওভার ব্যবহার করবে, যাতে কমবে মগবাজার-মৌচাক-মালিবাগ এলাকার তীব্র যানজট। স্বস্তি ফিরবে সড়কটি ব্যবহারকারীদের।

সবার এমন প্রত্যাশা থাকলেও দু’একটি গণপরিবহন ছাড়া ফ্লাইওভারটি ব্যবহারে আগ্রহ নেই অন্য পরিবহনগুলোর। ফলে যানজট কমাতে নতুন এ উড়াল সেতুটি কতটুকু সহায়ক হবে এ নিয়ে সন্দিহান এলাকাবাসী।


 
শনিবার (২৮ অক্টোবর) মালিবাগ-মৌচাক ফ্লাইওভার ঘুরে দেখা যায়, গণপরিবহনের মধ্যে সুপ্রভাত ও প্রচেষ্টা পরিবহনের বাসগুলো শুধু ফ্লাইওভার ব্যবহার করছে। এ সড়কে চলাচলকারী বাকি পরিবহনগুলো ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় পুরনো ‘অভ্যাসে’ পরিবহনগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করে জটলা সৃষ্টি করছে। এতে শনিবার ছুটির দিন হওয়ার পরও প্রতিটি সিগনালে যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে।  

এছাড়া শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় প্রচুর সংখ্যক রিকশা চলাচল করায় বিশৃঙ্খলা লেগেই রয়েছে।

শান্তিনগর এলাকায় দেখা যায়, ফ্লাইওভারটি চালু হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। তবে সব কোম্পানির পরিবহন ফ্লাইওভার ব্যবহার না করলে যানজট কমাতে এটি দীর্ঘমেয়াদি কি প্রভাব রাখবে-এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসী।
 
বাসিন্দা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর আলম বাংলানিউজকে বলেন, ফ্লাইওভারটি চালু হওয়ার আগে শান্তিনগর থেকে রামপুরা আসতে যেখানে এক থেকে দেড়ঘণ্টা সময় লাগতো সেখানে এখন সময় লাগছে দুই থেকে তিন মিনিট। ঠিকঠাক ব্যবস্থাপনায় ফ্লাইওভারটি পরিচালনা করতে পারলে এ পথটুকু যানজটমুক্ত হয়ে যাবে।

যানবাহন শূন্য ফ্লাইওভারতবে সব গাড়ি যখন একসঙ্গে রামপুরায় নামবে, তখন ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। এজন্য যানজট কমাতে ফ্লাইওভারটি খুব বেশি কাজে দেবে না বলে মত নূর আলমের।
 
কাকরাইল মোড় থেকে সুপ্রভাতে করে রামপুরায় নামলেন আনিসুর রহমান। তিনি বলেন, ফ্লাইওভার উদ্বোধনের আগের দিন কাকরাইল থেকে রামপুরা টিআইবি গেট আসতে দুই ঘণ্টা সময় লেগেছে। আজকে মাত্র ৫ মিনিটে আসলাম। তবে ফ্লাইওভারে চলাচল করে এমন গাড়ি পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর যারা চলাচল করছে তাদের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন এ যাত্রী।

শান্তিনগর মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ শাহ আলম বলেন, ফ্লাইওভারের উপর দিয়ে খুব কম গাড়ি চলাচল করছে। যাত্রীর ওঠানামার কারণে পরিবহনগুলোর ফ্লাইওভারে যাতায়াতের আগ্রহ কম। এভাবে গাড়ি চলাচল করলে যানজট পরিস্থিতির উন্নতি হবে না।  
 
দীর্ঘ ২০ মিনিট দাঁড়িয়ে থেকেও রাজারবাগ পুলিশ ফাঁড়ির ফ্লাইওভারে মুখ দিয়ে একটি গাড়ি উঠতে দেখা যায়নি। এই রুটের তুরাগ পরিবহনের হেলপার তুহিন জানালেন, শনিবার যাত্রী কম, ফ্লাইওভারে উঠলে তো পুরাই লস। দেখেন ফ্লাইওভারে গাড়ি উঠালে মৌচাক, মালিবাগের যাত্রী পাবো না। তাই গাড়িগুলোর চালকরা ফ্লাইওভার ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন না।  
 
গত ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) মালিবাগ-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

নতুন ফ্লাইওভার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।