ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নোয়াখালী: ‘জঙ্গি, মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে’ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

এ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে মাইজদীতে থেকে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- একরামুল করিম চৌধুরী এমপি।  

নোয়াখালী আবৃত্তি অ্যাকাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।