শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে এক আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করে অতিরিক্ত আইজিপি মোখলেছুর বলেন, পুলিশই প্রথম স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। এখনও মানুষের সেবা করে যাচ্ছে এ বাহিনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, দলের মহানগর শাখার সভাপতি এহতেশামুল আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।
এর আগে সকালে নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
দীর্ঘ এ শোভাযাত্রার নেতৃত্ব দেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএএএম/এমএ