শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ১টায় উপজেলার টুকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীম খান ওই গ্রামের নবাব খানের ছেলে।
স্থানীয়রা জানান, টুকিপাড়া গ্রামের মনিরুলের সঙ্গে শামীমের পূর্ব শত্রুতা ছিলো। দুপুরে শামীম মাঠে কাজ করার সময় মনিরুল তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি