ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা থেকে বিউটি খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। বিউটি উপজেলার রান্দিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে সজিব উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে সজিবের সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচ গ্রামের মিন্টু মিয়ার মেয়ে বিউটির বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও অন্য ছেলের সঙ্গে বিউটির সম্পর্ক থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলো না। এনিয়ে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে শালিসি বৈঠকও হয়। সকালে বাড়িতে কেউ না থাকায় শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বিউটি। পরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তদন্ত ফারুকুল।   
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।