শনিবার (২৮ অক্টোবর) সকালে অটিজম বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাঙামাটি চেম্বার অব কর্মাস অডিটরিয়ামে অনুষ্ঠানে সোয়াকের সচিব সুবর্ণা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, রাঙামাটি সুবিধা বঞ্চিত অটিস্টিক ও অন্যান্য প্রতিবন্ধী শিশুদের জন্য সেন্টার ফর ইনস্পিরেশন নামে একটি বিশেষ স্কুল পরিচালনা করে আসছে।
পরে রাঙামাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অটিজম বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/