শনিবার (২৮ অক্টোরব) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বৃহত্তম যশোরকে বিভাগ ও সিটি করপোরেশেন করার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা, সহ-সভাপতি ইকবাল হোসেন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর দেশের প্রাচীনতম শহর। কিন্তু উন্নয়নের দিক থেকে বঞ্চিত ও অবহেলিত। এর মধ্য থেকে সরকার বেনাপোল বন্দর হতে প্রতি বছর ৫ বছর কোটি টাকার রাজস্ব পায়। এছাড়াও কৃষি ও শিল্প খাত থেকে ১৫ হাজার কোটি টাকা আয় করে সরকার। এই অঞ্চলের টাকা দিয়ে দেশের অন্যান্য জেলার উন্নয়নের কাজ হচ্ছে। আর এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হচ্ছে।
সুতরাং বৃহত্তর যশোরের উন্নয়নের জন্য যশোরকে বিভাগ ঘোষণার পাশাপাশি নড়াইল, মাগুরা, ঝিনাইদ এবং যশোরে আন্তজেলা রেল যোগাযোগ, কৃষি বিশ্ব্যবিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দাবি জানানো হয়।
এছাড়াও যশোরের বিমান বন্দরকে আন্তজাতিকরন, অর্থনৈতিক জোন, বেনাপোল বন্দর আধুনিকায়ন, গ্যাস সরবরাহ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংকের শাখা, মহিলা ক্যাডেট কলেজ এবং পর্যটন করপোরেশনের মাধ্যমে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোরব ২৮, ২০১৭
এমএফআই/এসএইচ