ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার জেলা আ.লীগের সভাপতি নেছার, সম্পাদক মিছবাহুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মৌলভীবাজার জেলা আ.লীগের সভাপতি নেছার, সম্পাদক মিছবাহুর

মৌলভীবাজার: দীর্ঘ এগারো বছর পর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক নেছার আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মিছবাহুর রহমানের নাম ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান।  

তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে সার্কিট হাউজে রুদ্ধধার বৈঠকে দলের আগামী দিনের নেতৃত্বের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এই দুই নেতার নাম ঘোষণা করেন।

 

নতুন কমিটির সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক-১ হলেন মো. ফজলুর রহমান (বর্তমান মেয়র), সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন। সাংগঠনিক সম্পাদক-১ হলেন অ্যাডভোকেট রাধাপদ দেব সজল।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
বিবিবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।