বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান।
তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে সার্কিট হাউজে রুদ্ধধার বৈঠকে দলের আগামী দিনের নেতৃত্বের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এই দুই নেতার নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ হলেন মো. ফজলুর রহমান (বর্তমান মেয়র), সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন। সাংগঠনিক সম্পাদক-১ হলেন অ্যাডভোকেট রাধাপদ দেব সজল।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
বিবিবি/আরআর